• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ফটিকছড়িতে মাটি কাটার দায়ে, একজনের ১৫দিনের কারাদণ্ড

  • ''
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধুরুং খাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

তিনি জানান, সুন্দরপুর ইউনিয়নের ধুরুং খাল এলাকায় হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সৈয়দ মো: মনজুর আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে আসামিকে পরোয়ানামূলে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা ও এলাকাবাসী ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads